মৃত মায়ের ভাতা তুলছেন চেয়ারম্যান!

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৩

খোরশেদ আলম, নোয়াখালী উত্তর
ফাইল ছবি

মহিলাটির নাম ফাতেমা বেগম। পিতা মৃত কেরামত আলী। মাতা জাহেদা বেগম। নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বর নগর ইউনিয়নের বাসিন্দা। তিনি পেতেন বয়স্ক ভাতা। দীর্ঘ ৪ বছর পূর্বে তিনি মারা যান। তবুও বিকাশ নাম্বারে তার ভাতার টাকা ঢুকেছে। আবার টাকা  উত্তোলনও হচ্ছে। গত বৃহস্পতিবার সোনাইমুড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল বাশার ও কৃষি কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী তদন্ত এলে বেরিয়ে আসে এ চাঞ্চল্যকর এ ঘটনা।

সোনাইমুড়ী উপজেলা অম্বর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলুর বিরুদ্ধে নোয়াখালী জেলা প্রশাসকের কাছে ওই ইউনিয়নের বাসিন্দা মোকছেদ উল্লাহ স্বাক্ষরিত একটি অভিযোগ জমা দেন।

অভিযোগ উল্লেখ করা হয়েছে, অম্বর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলুর বয়স্ক, বিধবা,প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতার ১০৯ জন ৫ হাজার ১শ’ করে সর্বমোট ৫ লাখ ৫৫ হাজার ৯শ’ টাকা আত্মসাৎ করেছেন। তার মা ফাতেমা বেগম দীর্ঘ ৪ বছর পূর্বে মারা গেলেও তিনি ভাতার টাকা উত্তোলন করে আত্মসাৎ করছেন।  উপজেলার অম্বরনগর ইউনিয়নের সহিদ উল্যা লিটনের প্রতিবন্ধী মেয়ে ইসরাত জাহানের নামে গত বছরের ১লা জুলাই প্রতিবন্ধী ভাতা মঞ্জুর হয়। ভাতাভোগী ইসরাত জাহান মোবাইল সিমকার্ড কিনলে সেই সিম চেয়ারম্যান রেখে দেয়। গত কিছুদিন আগে ইসরাত জাহানর নামে ৫ হাজার ১০০ টাকা ভাতা মঞ্জুর হয়ে সিমে আসে। কিন্তু চেয়ারম্যান দুলু তার ভাতার টাকা না দিয়ে আত্মসাৎ করে।

এছাড়াও তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের এলজিএসপি,ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল, কাবিখা, কাবিটা,৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ না করে অর্থ হাতিয়ে অভিযোগ রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সোনাইমুড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল বাশার জানান, চেয়ারম্যান আক্তার হোসেন দুলুর বিরুদ্ধে নোয়াখালী জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেয়া হয়েছে। ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারকে প্রধান করে কৃষি কর্মকর্তাকে সদস্য সচিব ও সমাজসেবা কর্মকর্তাকে সদস্য করা হয়েছে। সরেজমিনে তদন্তে গেলে চেয়ারম্যান তার মৃত মায়ের নামের বয়স্ক ভাতা উত্তোলনের সততা পাওয়া যায়। অন্যান্য ভাতাভোগীদেরও টাকা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার জামান, চেয়ারম্যান আক্তার হোসেন দোলের বিরুদ্ধে ডিসির কাছে বিভিন্ন অনিয়মের তথ্য উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। তদন্ত চলছে।

অম্বরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার মা ফাতেমা বেগম ৪ বছর আগে মৃত্যুবরণ করেছেন এটা সত্য। তার নামে বয়স্ক ভাতা রয়েছে। ভাতার অনলাইনে চেয়ারম্যানের বিকাশ  মোবাইল নাম্বার দেয়া হয়েছে। তার মৃত্যুর পর তিনি টাকা উত্তোলন করেছেন বলে বিষযটি স্বীকার করেন।

যাযাদি/ এসএম