বিএনপি-জামায়াত-ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাশাসকের পতন ঘটাই : মাহবুব উদ্দিন
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭

কুমিল্লা চান্দিনার ছয়ঘড়িয়া মাঠে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এক জনসভা অনুষ্ঠিত হয়।শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের খেলার মাঠে জনসভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর সঞ্চালনায় উক্ত সভায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা,অবনতিশীল আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথের উত্তরণের জন্য নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিস্টের নানা চক্রান্তের অপচেষ্টার মোকাবেলা সহ বিভিন্ন জনদাবীতে জনসভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রধান অতিথির বক্তব্যে বলেন, যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন তারা আওয়ামী স্বৈরাচারের পুনরুত্থান চাচ্ছেন। জনগণ চায় না স্বৈরাচার আওয়ামী লীগ ফিরে আসুক বাংলাদেশে। আওয়ামী লীগ যে গণহত্যা করেছে তার দ্রুত বিচার করুন। সংস্কার দেরি করছেন, গণহত্যার বিচারও দেরি করছেন, আপনাদের উদ্দেশ্যটা কি।বিএনপির নেতাকর্মীরা এখনও মাঠে একত্রিত আছে, আমরা তৈরি আছি নির্বাচন নিয়ে যদি ষড়যন্ত্র করেন আমরা তা প্রতিহত করবো। আওয়ামী লীগের পক্ষে দালালী করলে চলবে না, কোন দালালকে ছাড় দেয়া হবে না। ১৫ বছরে বিএনপি’র ৬০ লক্ষ নেতাকর্মী মামলার আসামি হয়েছে, হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছে, জুলুমের স্বীকার হয়েছে।
অন্তবর্তী সরকারের উদ্দেশ্য করে মাহবুব উদ্দিন খোকন বলেন,এই সরকারের ভিতরেও এক ধরনের আওয়ামী লীগের ভূত রয়েছে। একজন বলেও ফেলছেন আওয়ামী লীগ যদি ভোট করতে চায় তাহলে ভাল আওয়ামী লীগের লোকজন নির্বাচন করতে পারবে। এসব কথা চলবে না, আওয়ামী লীগের পক্ষে দালালি চলবে না, জনগণ তা মেনে নিবে না।ছাত্র বিএনপি জামায়াত সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাশাসক আওয়ামী লীগের পতন ঘটাই, অতি বিলম্বে সংস্কার বন্ধ করে দ্রুত নির্বাচন দিতে হবে।
এসময় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী,কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির আহ্বায়ক আতিকুল আলম শাওন,কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, গুলশান থানা বিএনপির সাধারণ সম্পাদক আউয়াল খান, কুমিল্লা উত্তর জেলা যুবদলের আহ্বায়ক শাহাবুদ্দিন,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসেম,যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, মোঃ আব্বাস উদ্দিন কমান্ডার,যুগ্ম সম্পাদক মোঃ মহিউদ্দিন চান্দিনা পৌর বিএনপি আহবায়ক এবিএম সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী আশরাদ, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ডা: মো. জসিম উদ্দিন, চান্দিনা উপজেলা তাতীদলের আহবায়ক মুস্তফা কামাল খানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
যাযাদি/ এসএম