নানিয়ারচরে ভিডিপি ও ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ বিষয়ক যৌথ মহড়া
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৫

রাঙ্গামাটি নানিয়ারচর বুড়িঘাটে ভিডিপি ও ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আগুন নেভানো,দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিশেষ ক্লাস করা হয়েছে।
দৈনন্দিন জীবন যাত্রায় কোথাও আগুন লাগলে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিতে হবে, ফায়ার সার্ভিসকে সহায়তা করা, সব ধরনের যান বাহন রাস্তা ফাঁকা করে দেওয়া, আয়োজিত মহড়ায় প্রাথমিকভাবে আগুন নিভানোর কলা কৌশলসমূহ প্রদর্শন করা হয়েছে এবং বাস্তবে করে দেখানো হয়। আগুন লাগার কারণ, আগুন নিভানোর ও আগুন থেকে নিজেকে রক্ষার কৌশল আলোচনা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল মান্নান আনসারী, সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) ফায়ার সার্ভিস রাঙ্গামাটি, নানিয়ারচর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ওমর ফারুক, উপজেলা হিল আনসার প্লাটুন কমান্ডার মো: আব্দুল আজিজ, বুড়িঘাট ইউনিয়ন দলনেত্রী রিজিয়া বেগম, ভিডিপি প্লাটুন কমান্ডার মো: নুরুল হক, মিন্টু মিয়া, আব্দুল জলিল, আব্দুল হাই, বুড়িঘাট পুনবার্সন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্লোল মজুমদার সহ ও অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও ১৩২ জন ভিডিপি এবং ৬৪ জন প্রশিক্ষণার্থী।
যাযাদি/ এসএম