দেশের দ্রুততম মানব কটিয়াদীর স্বাধীন

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৩

কটিয়াদী( কিশোরগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মো. স্বাধীন মিয়া দেশ সেরা দ্রুততম মানব নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে । রোববার দুপুরে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সারাদেশের বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়নদের মাঝে অনুষ্ঠিত দৌড় প্রতিযোগিতা সে অন্য প্রতিযোগীদের পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করে। 

স্বাধীন মিয়া লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ও দক্ষিণ লোহাজুরী গ্রামের মো. কাঞ্চন মিয়ার পুত্র।  স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৫৩ তম জাতীয় শীতকালীন  প্রতিযোগীতায় . স্বাধীন মিয়া বালক (মধ্যম) ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে দেশ সেরা দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেছে। 

স্বাধীন ইতিপূর্বে উপজেলা, জেলা, ময়মনসিংহ অঞ্চল ও ঢাকা বিভাগীয় পর্যায়ে ২০০ ও ১০০ মিটার দৌড়ে পৃথকভাবে প্রথম স্থান অধিকার করেছিল। তার  এ সফলতার জন্য কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মো. আনোয়ার হোসেন ও শরীরচর্চা শিক্ষক জহিরুল হক জোয়ারদার জুলফিকার অভিনন্দন জানানোসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।


যাযাদি/ এমএস