দেলদুয়ারে বিনামূল্যে চক্ষু ক্যাম্প
প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৫

টাঙ্গাইলের দেলদুয়ারে লাউহাটি ইউনিয়ন বিএনপির উদ্যাগে বিএনপি নেতা মরহুম হাবিবুর রহমান হাবিবের স্মরণে বিন্যামূল্যে চুক্ষ ক্যাম্পের মাধ্যমে গ্রামের অসহায় মানুষদের মাঝে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
রোববার উপজেলার লাউহাটি খেলার মাঠে দিনব্যাপি ওই চক্ষু ক্যাম্পের মাধ্যমে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। এসময় লাউহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রবিউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান চানখা, সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আজাদ মিয়া, শ্রমিক দলের সভাপতি এস এম ছবুর মিয়া, লাউহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন মোহাম্মদ খান, বিশিষ্ট সমাজ সেবিকা বিউটি হাবিব প্রমুখ।
যাযাদি/ এসএম