মুক্তাগাছায় শতাধিক পরিবারকে অর্থ সহায়তা

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৮

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ময়মনসিংহের মুক্তাগাছায় হত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা সাউথ এপি। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার কুমারগাতা ইউনিয়নের রাজপুর কালীমন্দির এলাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জামালপুর এসিও সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

উপজেলার ৫ টি ইউনিয়নের ১১৫ জন হত দরিদ্র পরিবারে ১৮ হাজার টাকা করে শর্তসাপেক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার রতন কুমার ভৌমিক, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ রাকিবুল ইসলাম, প্রোগ্রাম অফিসার স্বান্তনা রানী ঘোষ, ইউপি সদস্য আনোয়ার হোসেন,  ভিডিসি সভাপতি ফনিন্দ্য দাশ প্রমূখ।  

যাযাদি/ এমএস