আজমিরীগঞ্জে ভার্চুয়ালি মডেল মসজিদ উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা 

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

আজমিরীগঞ্জে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল তিনটায় নবনির্মিত মডেল মসজিদ ভার্চুযয়ালি উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। পরে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন মডেল মসজিদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম সাকিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহিদুর রহমান, উপ প্রকল্প পরিচালক মডেল মসজিদ মোঃ জাকির হোসেন।

ভার্চুয়ালে অতিথির বক্তব্যে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মডেল মসজিদে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত। মসজিদে  ইবাদতের পাশাপাশি ইসলামিক শিক্ষা ও গবেষণা কেন্দ্র। এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে নারী ও পুরুষদের আলাদা অজু এবং নামাজ আদায়ের আলাদা  সুযোগ সুবিধা, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কুরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্র থাকবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসল্লি, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী। উদ্ভোধন অনুষ্টান শুরুতেই কোরআন তিলওয়াত করেন মাওলানা হাফেজ মিনহাজ উদ্দিন।

যাযাদি/ এসএম