দেবিদ্বারে মৎস্যজীবী দলের মতবিনিময় সভা
প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩

কুমিল্লার দেবিদ্বারে জাতীয় মৎস্যজীবী দল উপজেলা ও পৌর শাখার নবনির্বাচিত আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা সোমবার রাতে উপজেলা সদরের ডায়না রেস্তরায় অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মো. কাউসার আহম্মেদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন।
এসময় তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে স্বয়ংসম্পূর্ন করতে দেশের সম্পদ উন্নয়নে মৎসজীবী দল গঠন করেছিলেন। আপনারা সংগঠনটিকে আরো বেগবান করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ হাসান, দেবিদ্বার পৌর বিএনপি আহ্বায়ক, মো. মহিউদ্দিন আহমেদ (ভিপি মাফুজ), সদস্য সচিব, মো. আলীম পাঠান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম ইমরান হাছান।
জাসাস দেবিদ্বার উপজেলার আহবায়ক মো. এমরান হোসেনের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি মো. নুরুজ্জামান, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. মনির হোসেন নিজামী, দেবিদ্বার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান রাকিব, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেকদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, দেবিদ্বার পৌর যুবদলের সভাপতি ইঞ্জি. মো. শাহ্ জামান মুন্সী, দেবিদ্বার পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, দেবিদ্বার উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো. শুভ হাজারী, সদস্য সচিব মো. নাজমুল হাসান, দেবিদ্বার উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব, মো. আজাদ সরকার খোকন, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. ইব্রাহিম, সদস্য সচিব, মো. আল আমিন প্রমুখ।
যাযাদি/ এসএম