ফুলগাজীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৪

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফুলগাজী উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ফুলগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় ৫৪ টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিটি ইভেন্টে তিনজন করে বিজয়ী করা হয়। বিজয়ীদের মাঝে একটি করে সদনপত্র ও পুরস্কার প্রদান করা হয় উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  তানিয়া ভূঁইয়া। 

অনুষ্ঠানে কালব সভাপতি গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কাশেম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি পশ্চিম ঘনিয়া মোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক পশ্চিম বশিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু মুছা মজুমদার, জিএমহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. আফসার উদ্দিন, দরবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যমল প্রসাদ সেন, ফুলগাজী মড়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ সাইদুজ্জামান, ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন প্রমুখ। 

যাযাদি/ এসএম