ধনবাড়ীতে বাড়ীঘর ভাংচুর, ভিটেছাড়া ভুক্তভোগী পরিবার
প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৫

টাঙ্গাইলের ধনবাড়ীতে ১৪৪ ধারার নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমিতে জোর পূর্বক ধান রোপন এবং এনিয়ে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতে বাড়ীঘরে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধোপাখালী গ্রামে আব্দুল হালিমের বাড়ীতে এঘটনা ঘটে। এঘটনায় সেনাবাহিনী ও ধনবাড়ী থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছে তারা।
ভোক্তভোগী আব্দুল হালিম ও তার পরিবারের সদস্যরা জানায়, প্রতিবেশী বিএনপি নেতা বেলায়েত মেম্বার তার আত্মীয় ধনবাড়ী উপজেলা বিএনপি’র নেতা সুরুজ ডাক্তারের ক্ষমতার প্রভাবে আমাদের জমিতে জোরপূর্বক ধান রোপন করতে আসলে বাঁধা দিলে বেলায়েত মেম্বার তার সহযোগী ধোপাখালী গ্রামের মৃত নিয়ত আলীর ছেলে বেলায়েত হোসেন ও তার ভাই সাদিকুল ইসলাম, মৃত আব্দুল আজিজের ছেলে আফজাল হোসেন, জসিম উদ্দিনের ছেলে ওমর আলী ও নাজিম উদ্দিনসহ মঠবাড়ী গ্রামের মৃত খন্দকার আলী আজগর আলীর ছেলে বিএনপি নেতা খন্দকার আবু সাঈদ ওরফে সুরুজ ডাক্তার সহ আরো ১০ থেকে ১২ জন নিয়ে অর্তকিভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ী ঘর ভাংচুর করে ঘরে থাকা স্বর্ণালংকার সহ দামি জিনিসপত্র লুটে নিয়ে যায় তারা।
এসময় তারা আমাদের কয়েকজনকে পিটিয়ে আজহত করে। শুধু তাই নয় আমার ছেলে আব্দুল আহাদ ধনবাড়ী বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে তাকে পথ রোধ করে রাস্তায় হকিস্ট্রিক ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। এঘটনায় আমি ধনবাড়ী থানায় ও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে সন্ত্রাসীদের বিরুদ্ধে গত ১৮ ফেব্রæয়ারি২৫ তারিখে লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগ দেওয়ায় সন্ত্রাসীদের প্রাণ নাশের হুমকিতে আমরা পুরো পরিবার বাড়ী ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছি। এঘটনায় আমি মাননীয় বর্তমান অর্ন্তবর্তী সরকার ড. মুহাম্মদ ইউনুস ও স্বরাষ্ট উপদেষ্টসহ টাঙ্গাইলের মাননীয় পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের কাছে অভিযুক্তদের দ্রæত গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
আহত আব্দুল আহাদ জানান, এঘটনায় প্রশাসনের কোন সহায়তা পায়নি। এঘটনা নিয়ে আর টিভি সহ বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচারের পর ক্ষমতার প্রভাবে বিবাদী বেলায়েত মেম্বার গংরা আরো ক্ষিপ্ত হয়েছে। প্রশাসন এখনো সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের করতে পারিনি। এঘটনায় সরকার সহ প্রশাসনে কাছে দ্রæত বিচার দাবী করছি।
এঘটনায় অভিযুক্ত বেলায়েত মেম্বারের বাড়ীতে জানতে গেলে কাউকে পাওয়া যায়নি।
এব্যাপারে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি এস এম শহিদুল্লাহ সাংবাদিকদের জানান, বাড়ী ভাংচুরের ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের দ্রæত গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ধনবাড়ী থানা এলাকায় শান্তি রক্ষার্থে পুলিশ সদা তৎপর রয়েছে, কোন ধরণের সন্ত্রাস চাঁদাবাজের ঠাঁই ধনবাড়ীর মাটিতে থাকতে পারবে না।
যাযাদি/ এমএস