গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখম
প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৭

রাজবাড়ীর গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মাসুদ সরদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের লোটাস কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত মাসুদ উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এবাদ আলী মিস্ত্রি পাড়ার মোসলেম সরদারের ছেলে। হামলার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জানাযায়, উপজেলার কাজী পাড়া এলাকার নাজমুলের সাথে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হলে মাসুদ তাকে বিয়ে করে। এরপর মাসুদ তাকে হুমকি দিতে থাকে হত্যার।
আহত মাসুদ সরদারের মেয়ে নাহিয়া বলেন, আমার আব্বা আমার মা মারা যাওয়ার পর আবার বিয়ে করে। তারপর থেকেই নাজমুল ও হাসান তাকে হত্যার হুমকি ধামকি দিতে থাকে। আজ সকালে তারাই তাকে কুপিয়ে আহত করতে পারে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ঘটনা শোনার পর পরই পুলিশ ঘটনা স্থলে গিয়েছিল। আসামির অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনা তদন্ত চলছে খুব শীঘ্রই অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হবে।
যাযাদি/ এমএস