দাউদকান্দিতে ২১ মামলার আসামি সন্ত্রাসী মামুন গ্রেফতার
প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৭

দাউদকান্দিতে ১৮০ পিছ ইয়াবা ও ৩০ লিটার চুলাই তৈরী মদসহ ২১ মামলার আসামি আল-মামুন(৪২) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার ভোররাত ৪ টায় উপজেলার গৌরিপুর মোড়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে চেক পোস্ট চলাকালিন সময়ে আল-মামুনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১৮০ পিছ ইয়াবা ও ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এঘটনায় মাদকদ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদক কারবারি ও সন্ত্রাসী আল মামুন তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে।
মঙ্গলবার দুপুর ২ টায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী বলেন, মঙ্গলবার ভোর ৪টায় গৌরীপুর বাস ষ্ট্যান্ড মোড়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেক পোস্ট চলাকালিন সময়ে ১৮০ পিছ ইয়াবা ও ৩০ লিটার দেশীয় তৈরি চুলাই মদসহ আল-মামুনকে গ্রেপ্তার করতে সক্ষম হই ৷ আটককৃত ব্যক্তি একজন কুখ্যাত খুনি, সন্ত্রাসী তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিফাত হত্যা মামলাসহ ধর্ষন, খুন, ডাকাতি, চাঁদাবাজি সহ মোট ২১ টি মামলা রয়েছে।
যাযাদি/ এমএস