ঝিনাইদহে দুই টাকায় দুপুরের খাবার পাচ্ছে ৫০ এতিম শিশু

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৬

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঝিনাইদহে ২ টাকার বিনিময়ে ৫০ এতিম শিশুকে খাবার খাওয়ালেন প্রগতি স্বেচ্ছাসেবী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রতি মাসের নিয়মিত আয়োজন ‘দুই টাকায় হাসি’ এর ১৪ তম পর্বে জেলার হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ সিদ্দিকীয়া এতিমখানার (হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং) এতিম শিশুদের এ খাবার দেওয়া হয়। খাবারের তালিকায় ছিল সাদা ভাত, ডাল, গরুর মাংস ও দই।

এ সময় উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, “দুই টাকায় হাসি” পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ রাশেদ আহম্মেদ, সহ-সমন্বয়ক মোঃ মারুফ হোসেন, মোঃ তুহিন মোল্যা, আব্দুল্লাহ আল জুবায়ের, আবুল কালাম আজাদ, মোঃ আব্দুস সুবহান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্বপ্নচারু একাডেমি অব ফাইন আর্টস এর পরিচালক শাহিন চারুদেশ সহ অন্যান্যরা।

প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে “দুই টাকায় হাসি” কর্মসূচি সুন্দর ও সুষ্ঠভাবে পরিচালিত হয়ে আসেছে। আগামিতেও এটি চলমান থাকবে বলে যোগ করেন।

স্বপ্নচারু একাডেমি অব ফাইন আর্টসের পরিচালক শাহিন চারুদেশ বলেন, প্রগতি সংগঠনের “দুই টাকায় হাসি” কর্মূচির সার্বিক সফলতা কামনা করি এবং এই কার্যক্রম শুধুমাত্র ঝিনাইদহে নয়, দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

“দুই টাকায় হাসি” পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ রাশেদ আহম্মেদ বলেন, এই কর্মসূচি সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোর অন্যতম মাধ্যম। এখন দুই টাকায় কিছুই হয় না। 

সেখানে দুপুরের খাবার প্রশ্নই উঠে না। সমাজে সুবিধা বঞ্চিতদেরও সম্মান আছে। ফ্রি খাওয়ালে অনেকের সম্মানে আঘাত লাগতে পারে। তাই আমরা ফ্রি না দিয়ে দুই টাকা নিয়ে সুবিধা বঞ্চিতদের খাবার তুলে দিই। আমরা যেন আরো সামনে অগ্রসর হতে পারি এবং এতিম ও সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে পারি সে জন্য সমাজের সকলের সহযোগীতা চাই।

যাযাদি/ এমএস