মতলব দক্ষিণ  ২ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক  ১

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪২

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী  গ্রেফতার করা হয়েছে ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ্ আহাম্মদের দিক নিদের্শনায় এসআই জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্স গোপন সাংবাদের ভিক্তিতে উপজেলার নারায়ণপুর পৌরসভার   চারটভাঙ্গা কালবার্টের এলাকা হইতে দুই কেজী গাজাসহ উত্তর কালীকাপুর গ্রামের চেরাগ আলীর ছেলে 
আক্তার হোসেনকে আটক করা হয় । 

এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায়  আসামী আক্তার হোসেন কে আদালতে প্রেরন করা হয়েছে ।

মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন দুইকেজী গাজাসহ আসামী আক্তারকে আদালতে প্রেরন করা হয়েছে ।


যাযাদি/ এমএস