ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৪

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
ছবি: যায়যায়দিন

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ফের উৎপাদন বন্ধ করেছে কারখানা কতৃপক্ষ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধায় কারখানা কতৃপক্ষ এ সিদ্ধান্ত নেন। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার এমডি আ.স.ম মোসলে উদ্দিন। 

জানা যায়, গ্যাস সংকটের কারনে ১৩ মাসের বেশি দিন উৎপাদন বন্ধ থাকে যমুনা সার কারখানার।  গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে গ্যাস সংযোগ পেয়ে উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরুর ৪ দিনের মাথায় বুধবার রাত ৭টার পর অ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে রাতেই যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ করে দেয় যমুনা সার কারখানা কতৃপক্ষ।

এ বিষয়ে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ.স.ম মোসলে উদ্দিন বলেন, অ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বুধবার রাতে কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। অতি শীঘ্রই ত্রুটিপূর্ণ ভাল্পটি মেরামত করে পুনরায় উৎপাদনে ফিরবো বলে আশা করছি।

যাযাদি/ এমএস