সিলেট বিভাগকে উড়িয়ে চ্যাম্পিয়ন কুতুবদিয়া 

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৭

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর জাতীয় পর্যায়ের খেলায় বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজারে কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।  

বৃহস্পতিবার ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বালক দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

ফাইনালে বালক গ্রুপে চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সিলেট বিভাগের সুনামগঞ্জ সদরের ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এছাড়া, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে মো. জুবাইর।

এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয়ী বিদ্যালয়ের খুদে ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হচ্ছে বলে জানা যায়।

যাযাদি/ এম