বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৫

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। প্রায় সোয়া দের ঘণ্টা অবরোধে মহাসড়কের উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মহাসড়কের চান্দিনা উপজেলার পশ্চিম বেলাশহর এলাকায় মহাসড়ক অবরোধ করে বেলাশহর এলাকাস্থ ‘ডেনিম প্রসেসিং প্লান্ট’ নামেন একটি গার্মেন্টসের শ্রমিকরা। বেলা পৌনে সারে ১১টায় প্রশাসনের হস্তক্ষেপে ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের সক্রিয় ভূমিকায় অবরোধ প্রত্যাহার করে মহাসড়ক থেকে আন্দোলনকারী শ্রমিকরা সরে গেলে গাড়ি চলাচল শুরু হয়। 

মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই থেকে চান্দিনার ইলিয়টগঞ্জ এলাকা পর্যন্ত অন্তত ২০ কিলোমিটার জুড়ে যানবাহনের তীব্র চাপ রয়েছে। যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশের সঙ্গে কাজ করছে বিএনপি নেতাকর্মীরা।

ডেনিম প্রসেসিং প্লান্টের একাধিক শ্রমিক জানান, দুই মাস আমাদের বেতন দিচ্ছে না মালিক পক্ষ। দুই মাসের বেতন কারো ২৫ হাজার, কারো ৩৫ হাজার টাকা বকেয়া।

এ মাসে আমাদের মাত্র ৬ হাজার টাকা বেতন দেয়! এতে আমরা ঘর ভাড়া দেওয়া তো দূরের কথা ভাত পর্যন্ত খেতে পারছি না। আমাদের কথা কেউ ভাবে না। মালিকদের কাজ করি, কিন্তু আমরা এখান থেকে বেতন নিয়ে যে সংসার চালাই সেটা কেউ ভাবে না। আজ আমরা বাধ্য হয়েই মহাসড়কে নেমেছি।

আমরা আমাদের ন্যায্য পাওনার দাবিতে মহাসড়কে অবস্থান নিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীরা এসে আমাদের সরিয়ে দেয়।

এদিকে, আজ কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সম্মেলন থাকায় মহাসড়ক হয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে বিঘ্ন ঘটার আশঙ্কায় পুলিশের সঙ্গে মহাসড়কের যানজট নিরসনে কাজ শুরু করে চান্দিনা উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপি আহ্বায়ক মো. আতিকুল আলম শাওন বলেন, ‘তুচ্ছ বিষয়ে মহাসড়ক অবরোধ করা একটি অভ্যাসে পরিণত হয়েছে। 

যাযাদি/এস