রায়পুরে ইফতার সামগ্রী বিতরণ 

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী আজগর আলী চৌধুরী বাড়ির পারিবারিক ফোরাম আজগর আলী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বিকেলেআসন্ন মাহে রমজানে উপহার হিসেবে এলাকার ৩৫১টি সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে  শুকনো খাবারসামগ্রী  বিতরণ করা হয়। 

প্রতি পরিবারের জন্য বরাদ্দকৃত প্যাকেজে ছিলো চাল, ডাল, তেল, গুঁড়োদুধ, চিনি, মুড়ি, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় ১১টি পণ্য। উপহার সামগ্রী বিতরনকালে ফাউন্ডেশনের  পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নুর নবী (বাচ্চু) চৌধুরী, সহ-সভাপতি  ওয়ালি মাহমুদ মাহাবুবুজ্জামান (বকুল) চৌধুরী, সহ-সভাপতি আলী হোসেন চৌধুরী (মাসুম), সাধারন সম্পাদক তাহসিন মাহমুদ চৌধুরী (রনি), ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক মাহেনুর করিম চৌধুরী(মান্নু), ধর্ম বিষয়ক সম্পাদক এম,জি, মাহবুব চৌধুরী (মঞ্জু), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কিবরিয়া হায়দার চৌধুরী,  সহ-সম্পাদিকা তানিয়া কবির চৌধুরী (যুথি) প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন জাকির হোসেন চৌধুরী (লিটন), ফিরোজ আলম চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী, আফলু চৌধুরী, বেলাল চৌধুরী, শেখ আহাম্মদ চৌধুরী (ফয়সাল) প্রমুখ।

যাযাদি/ এসএম