ইউএনওকে দেখে দোকান বন্ধ করে পালালেন মুদি দোকানিরা
প্রকাশ | ০১ মার্চ ২০২৫, ১১:২৪

কিশোরগঞ্জের ভৈরবে আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর মনিটরিংয়ে বের হলেন ইউএনও। এমন সময় তাকে দেখে দোকান বন্ধ করে পালালেন দোকানিরা। পরে কয়েকটি মুদি দোকানে অভিযান চালিয়ে বোতলজাত সয়াবিন তৈল বাড়তি দামে বিক্রি করাসহ দোকানে মূল্য তালিকা না থাকায় দুটি দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভৈরব বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভৈরব চক বাজার, রানী বাজার এলাকায় অভিযান চালিয়ে মুদি দোকানে বোতলজাত সয়াবিন তৈল বাড়তি দামে বিক্রি ও মূল্য তালিকা না থাকায় উসমান স্টোরের মালিক মো.রুহুল আমিনকে ৫ হাজার টাকা ও আব্দুল্লাহ স্টোরের মালিক কবির আহমেদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন জানান, বাজারে প্রবেশ করা মাত্রই আমাদের দেখে অনেক ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে চলে যায়। আসন্ন রমজান মাস উপলক্ষে একটি ব্যবসায়ী সিন্ডিকেট বাজারে বোতলজাত সোয়াবিন তৈল বাড়তি দামে বিক্রি ও দোকানে পণ্যের মূল্য না থাকায় দুটি দোকান মালিককে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
যাযাদি/ এসএম