পবিত্র রমজান উপলক্ষে চরভদ্রাসনে ন্যায্যমূল্যের বাজার

প্রকাশ | ০১ মার্চ ২০২৫, ১৩:৪৬

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পবিত্র রমজান উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে ন্যায্য মূল্যের বাজার চালু করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল নয়টার দিকে সদর বাজারের ভূষি হাটের টিনশেডে এ বাজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। রমজান মাস জুড়ে এ বাজার চালু থাকবে।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রোজিউল্লাহ খান, সদর ইউপি সদস্য ফজলুর রহমান, ব্যবসায়ী ইউসুফ দেওয়ান, রহমতউল্লাহ, সোহল, লাবলু প্রমূখ।

ইউএনও বলেন জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক পবিত্র রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বাজারের ব্যবসায়ীরাই ন্যায্য মূল্যে মাংস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রী করছেন।  

ব্যবসায়ী ইউসুফ দেওয়ান বলেন এখানে সোয়াবিন তেল, চিনি, মসুর ডাল, বুটের ডাল, ছোলা, মুড়ি, পোলাউয়ের চাউল, ডিম, দুধ বিক্রী করা হবে। প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারন জনগন।

যাযাদি/ এসএম