রাণীশংকৈলে ভুট্টাখেত থেকে নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার

প্রকাশ | ০১ মার্চ ২০২৫, ১৫:৩৫

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঠাকুরগাঁও রাণীশংকৈলে খাইরুল ইসলাম(৫০)নৈশ্য প্রহরীর মরদেহ শনিবার (১ মার্চ) উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার নেকমরদ ইউনিয়নের বাম্মনদিঘী কাশিডাঙ্গা গ্রামে ঘটেছে।খাইরুল ইসলাম নেকমরদ ইউনিয়নে ফকিরটলি গ্রামের মৃত আশিরউদ্দীনের পুত্র। জানা গেছে, খাইরুল ইসলাম নেকমরদ কাশিডাঙ্গা গ্রামের সামসুদ্দিনের হাসকিং মিলে নৈশ্য প্রহরীর দায়িত্ব পালন করতেন। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তিনি প্রতিদিনের মত মিলে এসেছিলেন। শনিবার সকালে মিল থেকে পশ্চিমে প্রায় ৫০০ মিটার দ‚রে একটি ভুট্টা খেতে তার মরদেহ প্রথমে স্থানীয় এক কৃষক দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজনকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল নির্ণয় করে। 

এদিকে মিলে ম‚ল্যবান কোন জিনিসপত্র না হারালেও মিলের ম‚ল গেটের তালা ভাঙ্গা পাওয়া যায় বলে জানান মিলের মলিক সামসুদ্দিন। স্থানীযরা ধারণা করছেন,কোন সন্ত্রাসীদল এখানে ডাকাতি করতে এসেছিল। তবে সেই ডাকাত দলকে এই নৈশ্য প্রহরী চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। স্থানীয়রা ঘটনাটির সুষ্ঠ তদন্ত দাবী করেছেন। 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরশেদুল হক দুপুর দেড়টায় জানান, মরদেহের শরীরে বিভিন্ন আঘাতের ক্ষত পাওয়া  গেছে। সিআইডিসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা বিভিন্ন তদন্ত করছেন। তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে বলে তিনি জানান।

যাযাদি/ এমএস