নিকলীতে দুটি ঘর আগুন লেগে পুঁড়ে ছাই

প্রকাশ | ০১ মার্চ ২০২৫, ১৬:৫১

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জে নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের দক্ষিণ জাল্লাবাদ গ্রামে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে পিতা মৃত উমর আলী উরফে দুঃখু মিয়ার ছেলে বাসেদ মিয়া ও তার ভাইদের একটি বড় বসতঘর ও একটি রান্নাঘর পুঁেড় ছাই হয়ে গেছে। 

তবে আগুনটি কীভাবে লেগেছে পরিবারের লোকজন কিছুই বলতে পারে না। এ খবর পাওয়ার পর গত রাত ১১টার দিকে নিকলীর দমকল বাহিনীর সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। 

বাসেদ মিয়া সাংবাদিকদের বলেন, একটি ফ্রিজ, একটি সুকেজ, দুইটি খাট, একটি আলমারি, নগদ এক লক্ষ দশ হাজার টাকাসহ ঘরের আসবাবপত্র পুঁেড় ছাই হয়ে গেছে। নিকলী থানার অফিসার ইনর্চাজ কাজী আরিফ উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় একটি জিডি ও করেছেন বাসেদ মিয়ার পরিবারবর্গ।

যাযাদি/ এমএস