রায়পুরে যুবদলের কমিটি গঠন, আনন্দ মিছিল

প্রকাশ | ০১ মার্চ ২০২৫, ১৮:০৬

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা ও পৌর যুবদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ মার্চ) লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন এবং সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। 

রায়পুর উপজেলা যুবদলের নয়া কমিটিতে এডভোকেট আকবর হোসেন আরমানকে আহবায়ক, আকবর হোসেন সম্রাটকে যুগ্ন আহবায়ক এবং সুজন পাটোয়ারীকে সদস্য সচিব করে ৩৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি এবং নূরে হেলাল মামুনকে আহবায়ক জাকির হোসেনকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট রায়পুর পৌর যুবদলের কমিটি গঠন করা হয়েছে।

বিকালে উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে স্বাগতম জানিয়ে  নবগঠিত যুবদলের নেতৃবৃন্দকে নিয়ে  আনন্দ  মিছিল অনুষ্ঠিত হয়। পৌরশহরের উপজেলা সড়ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক গুরে  পুনরায় পীরবাড়ীর সামনে  গিয়ে শেষ হয়।

যাযাদি/ এমএস