সরিষাবাড়ীতে বসতঘরে অগ্নিকান্ড

প্রকাশ | ০১ মার্চ ২০২৫, ১৯:২৮

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

জামালপুরের সরিষাবাড়ীতে বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে ১টি বসত ঘরে থাকা সব মালামাল পুড়ে যায়। 

শনিবার (১ মার্চ ) দুপুরে পৌরসভার আরামনগর বাজার এলাকার মাহমুদা সালাম মহিলা কলেজের পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এদিকে বসত ঘরের সব আগুনে পুড়ে ছাই হলেও ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া যায়। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়,  আরামনগর গ্রামের বাবুর্চি তবারক আলী একটি টিনসেট বাসায় ভাড়া থাকতেন। শনিবার দুপুরে তবারক আলী পাশ্ববর্তী একটি বাসায় কাজ করছিল। এসময় তার বাসা থেকে দুজন লোক বের হতে দেখে। এর কিছুক্ষন পরই বসত ঘরে আগুন দেখতে পান তিনি। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ঘরে থাকা নগদ ২ লক্ষ টাকা, ও নতুন ভবনের জন্য রাখা জিনিস পত্র পুড়ে প্রায় ৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন তবারক আলী। 

এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, দুপুর ২টার দিকে আগুন লাগার সংবাদ পাই। পরে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস টিম ও এলাকাবাসী। তবে এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

যাযাদি/ এমএস