মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা

প্রকাশ | ০১ মার্চ ২০২৫, ২০:৩০

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপস্থিত নেতৃবৃন্দ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় অংশগ্রহণ করেন।

উপজেলা নিবার্হী অফিসার হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, আবাসিক মেডিকেল অফিসার ডা. বিভূতি মল্লিক, নির্বাচন অফিসার ইসহাক, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী।

যাযাদি/ এমএস