ফুলগাজীতে ভারতীয় মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২
প্রকাশ | ০১ মার্চ ২০২৫, ২০:৫৩

ফুলগাজী থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি ঔষধ, চকলেট ও বিস্কিট উদ্ধার করেছে। এসময় পুলিশ পৃথকভাবে দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার আমজাদহাট ইউনিয়নের তারাকুচা গ্রামের আরমান হোসেন ওরফে সাইফুল (২৮) ও একই ইউনিয়নের ফেনাপুস্করনি গ্রামের মো. আজাদ (২৫)।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার আমজাদ হাট এলাকা থেকে অভিযান চালিয়ে ভারতীয় তৈরি মালামালসহ পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ফুলগাজী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আমীর হোসেন জানান,শুক্রবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমজাদহাট ইউনিয়নে ফেনাপুস্করণী গ্রামে সড়কের ওপর একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি ঔষধ উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আজাদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে পুলিশ বিভিন্ন তথ্যের ভিত্তিতে একই ইউনিয়নের তারাকুচা সডকে একটি কালভার্টের ওপর সিএনজি চালিত অটোরিকশাকে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি বিস্কিট ও কিটক্যাট চকলেট উদ্ধার করে। এসময় সেখান থেকে আরমান হোসেন ওরফে সাইফুলকে গ্রেপ্তার করা হয়।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদ পারভেজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা বিক্রির উদ্দেশ্য এসব মালামাল ভারত থেকে নিয়ে আসছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
যাযাদি/ এমএস