হরিণাকুন্ডু হাসপাতালে সেবা দিচ্ছেন ডিপ্লোমা চিকিৎসকরা
প্রকাশ | ০২ মার্চ ২০২৫, ১৭:৩০

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর উপচে পড়া ভীড়। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে ডিপ্লোমা চিকিৎসকরা অপরিসীম অবদান রাখছে।
রোববার (২মার্চ) সকাল ১১টার সময় সরজমিনে গিয়ে দেখা মিলল আউটডোরে বিভিন্ন গ্রাম থেকে সাধারণ খেটে খাওয়া গরিব অসহায় রোগী লাইনে দাঁড়িয়ে আছে ডাক্তার দেখানোর জন্য। সাংবাদিকরা আউটডোরে কোনো মেডিকেল অফিসারকে উপস্থিত থাকতে দেখেনি। আউটডোরে রোগি দেখছেন উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসারবৃন্দ। কর্তব্যরত একজন ডিপ্লোমা চিকিৎসক মোঃআনারুল ইসলাম বলেন প্রতিদিন হাসপাতালে গড়ে ২৫০/৩০০ রোগীর ভীড় হয়ে থাকে যা আমরা স্যাকমো চিকিৎসকরা সেবা দিয়ে থাকি।
অপর ডিপ্লোমা চিকিৎসক মোঃ রবিউল ইসলাম বলেন প্রতিদিন ৩০০ থেকে ৪০০ রুগী ভীড় হয় । হাসপাতালে পর্যাপ্ত মেডিকেল অফিসার না থাকায় আমাদের বেশির ভাগ সেবা দেওয়া লাগে।
লাইনে দাঁড়িয়ে থাকা একজন রোগীর শেফালী খাতুন (৪০)সাথে কথা বলে বলতে চাইলে তিনি বলেন এই স্যাররা আমাদের খুব যত্ন সহকারে দেখেন ও সেবা দেন ,আর একজন রোগী মোঃ রাকিবুল ইসলাম (৩০)বলেন হাসপাতালে আউটডোরে পর্যাপ্ত এমবিবিএস ডাক্তার না থাকায় এমবিবিএস ডাক্তারের তুলনায় ডিপ্লোমা ডাক্তারা বেশি সেবা দিয়ে থাকেন।
এছাড়াও বাংলাদেশের ইউনিয়ন ও স্বাস্থ্য কেন্দ্র গুলোতে স্বাধীনতার পর থেকে আজ অব্দি পর্যন্ত এই উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার চিকিৎসা সেবা দিয়ে আসছে।
উপজেলা ইউএইচপিও ডা. মোঃ আলমগীর হোসেন সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলতে অসম্মতি জানান।
যাযাদি/ এমএস