পীরগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশ | ০৩ মার্চ ২০২৫, ১১:১৫

পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

‘তোমার আমার বাংলাদেশে-ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাঁকুরগাওয়ের পীরগঞ্জে ৭ম জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ়্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ়্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) ইশফাকুল কবির, পীরগঞ্জ থানার অফিসার ওসি তাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ন্রিবাচন অফিসার আসাদুজ্জামান। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন ব্যাক্তি ব্রগ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপস্থিত নাগরিকদের মাঝে স্মারট ক্রাড বিতরন করা হয়। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২০৯০৬৯ জন, এর মধ্যে পুরুষ ভোটার -১০৬৪৪২, মহিলা ভোটার -১০২৬২৭ জন।

যাযাদি/ এসএম