হোসেনপুরে ব্র্যাকের উদ্যোগে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ 

প্রকাশ | ০৩ মার্চ ২০২৫, ১৫:৩৮

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায়  প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে ঢেকিয়া ব্র্যাক অফিসে এ সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

এসময় ৫ জন প্রতিবন্ধী ব্যক্তিদের কাস্টমাইজড হুইলচেয়ার বিতরণ করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা।

কাস্টমাইজড হুইলচেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলা ব্র্যাক সমন্নয়ক সাফরিনা জান্নাত, কিশোরগঞ্জ ইউপিজি'র রিহ্যাবিলিটেশন ডেপুটি ম্যানেজার সালমা আক্তার,এরিয়া ম্যানেজার( দাবি) মো: বাবুল ইসলাম, এরিয়া ম্যানেজার(প্রগতি) আনোয়ার হোসেন, উপজেলা হিসাব ব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম, হোসেনপুর ইউপিজির কর্মসূচি সংগঠক প্রদ্যুত মন্ডলসহ প্রতিবন্ধী ব্যক্তিদের অভিভাবকবৃন্দ। 

পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা ব্র্যাকের এই ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

যাযাদি/ এসএম