ভেদরগঞ্জে বাজার মনিটরিং অভিযান শুরু করলেন ইউএনও

প্রকাশ | ০৩ মার্চ ২০২৫, ১৯:০০

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

শরীয়তপুরের ভেদরগঞ্জে বাজার মনিটরিং অভিযানে ৩ টি দোকান মালিককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে ভেদরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

রমজানে নিত্যপ্রয়োজনীয় পন্য ও কাঁচামালসহ বিভিন্ন দ্রব্যমুল্যর উর্ধগতি কমাতে আজ প্রথম এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল। এসময় পরিবেশ দুষণ ও জণউপদ্রোব আইনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল বলেন,মাহে রমজানের দ্বিতীয় দিন আজ আমরা প্রথমে ভেদরগঞ্জ  বাজারে অভিযান পরিচালনা করি। খাদ্যে ভেজালসহ বিভিন্ন পন্যের দাম বৃদ্ধির ও পরিবেশ দুষণের মত অপরাধ পাওয়ায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করি। এছাড়া পণ্যের দাম বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। আগামীতে ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে আমরা অভিযান অব্যাহত রাখব। 

যাযাদি/ এম