তাহিরপুরে যুবলীগ নেতা আটক

প্রকাশ | ০৪ মার্চ ২০২৫, ১৪:৫১

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা কুদ্রত আলী (৩৫)কে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ। আটককৃত যুবলীগ নেতা তাহিরপুর উপজেলার সদর লক্ষীপুর প্রয়াত ইদ্রিস মিয়ার ছেলে । সে উপজেলা যুবলীগ কমিটির সদস্য। 

সোমবার (৩ মার্চ) রাত ৯ টায় তাহিরপুর সদর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তাহিরপুর থানা পুলিশ জানায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের নামে দায়েরকৃত নাশকতা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে যুবলীগ নেতা কুদ্রত আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা কুদ্রত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

যাযাদি/ এমএস