যুবদলের পদবঞ্চিদের বিক্ষোভ
প্রকাশ | ০৪ মার্চ ২০২৫, ১৬:৫০

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের পদবঞ্চিতরা নবঘোষিত উপজেলা ও পৌর কমিটি অবৈধ দাবী করে মঙ্গলবার বেলা ২টার দিকে নুরপ্লাজার সামনে বিক্ষোভ সমাবেশ করে।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়ার উদ্দিন পলাশের সার্বিক তত্ত্বাবধনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুব ও ছাত্রদলের সাবেক নেতা এম আলাউদ্দিন,মারুফ ভুইয়া,শেখ মোঃ ফারুক হোসেন,সুমন হোসেন,তারেক আজিজ মামুন,রাসেলসহ উপজেলার ১০টি ইউপি ও পৌরসভার ৯টি ওয়াড়ের নেতা-কর্মীরা।
বিক্ষোভ সমাবেশের পুর্বে সোনাপুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশ স্থলে উপস্থিত হয়ে শেষ হয়।
বিক্ষোভকারীরা বলেন, ত্যাগী নেতাদেও অপমূল্যায়ন করে এলডিপি কর্মীদের দিয়ে জেলা কমিটির নেতারা অর্থের বিনিময়ে কমিটি দিয়েছে। যে কমিটিতে ঢাকার একটি আবাসিক এলাকার পাহারাদারও পদ পেয়েছে। ঘোষিত কমিটি শীঘ্রই বিলুপ্তি না করলে কঠোর অবস্থানে যাবে যুবদলের নেতা-কর্মীরা।
যাযাদি/ এম