সিংগাইরে ইটভাটা মালিকদের স্মারকলিপি

প্রকাশ | ০৪ মার্চ ২০২৫, ১৯:৪২

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাঙচুর বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ইটভাটা মালিকরা। বাংলাদেশ ইট প্রস্তুত মালিক সমিতি সিংগাইর উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মরকলিপিতে জিগজাগ ইট ভাটা বন্ধের প্রতিবাদ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন (সংশোধন) আইন ২০১৯ এ বর্ণিত জিগজাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনের জন্য বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি বিভিন্ন প্রস্তাব ও দাবি তুলে ধরা হয়।

এরমধ্যে রয়েছে জিগজ্যাগ ভাটার জন্য আইনের ৮ (৩) (ঙ) ধারায় নিষিদ্ধ এলাকার দুরত্ব ৪০০ মিটার এবং আইনের ৮ (৩) (খ) এ বনের দুরত্ব ৭০০ মিটার করে লাইসেন্স ও ছাড়পত্র পাওয়ার জন্য মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র জারীর মাধ্যমে পরিচালনা করার সুযোগ প্রদান। ইটভাটায় কোন প্রকার হয়রানী বা মোবাইল কোর্ট করা যাবে না। ইটভাটা বন্ধ করতে হলে সরকারী ভাবে আর্থিক ক্ষতিপূরন দিয়ে বন্ধ করতে হবে। মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেয়ার বিধান বাতিল করতে হবে। পরিবেশগত ছাড়পত্র, ডি.সি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্রাদি ইস্যু/নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়ন পত্র বাধ্যতামূলক ভাবে জমা দেয়ার বিধান করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া, ইটভাটাকে শিল্প হিসাবে ঘোষণা ও ইটভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রনয়নসহ বিভিন্ন দাবির কথা বলা হয় স্মারক লিপিতে।

এসময় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সিংগাইর উপজেলা শাখার সভাপতি মোঃ ইলিয়াস খান, কোষাধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন, ইটভাটা মালিক আব্দুল গফুর, কামরুল হোসেন,  মো: মজনু, হাসান, হাজী মাকসুদ ও ফরিদসহ বিভিন্ন ইটভাটা মালিকরা উপস্থিত ছিলেন। 


যাযাদি/ এমএস