হোসেনপুরে সুলভমূল্যে দুধ ও ডিম বিক্রি শুরু

প্রকাশ | ০৪ মার্চ ২০২৫, ১৯:৪৯

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পবিত্র রমজান উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে সুলভ মূল্যে দুধ, ডিম বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার ( ৪ মার্চ ) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।

জানা গেছে, রমজানে দুধ, ডিম, মাংসের দাম জনসাধারণের জন্য সহনশীল অবস্থায় রাখতে প্রতিটি ডিম ৯ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা দরে বিক্রি করা হয়। কম দামে দুধ ও ডিম ক্রয় করতে পেরে ক্রেতারাও অনেক খুশি।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. উজ্জ্বল হোসাইন বলেন, প্রথম দিন উপজেলার সদর দাখিল মাদরাসা মাঠে আমাদের বিক্রয় কার্যক্রম চলমান। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন জায়গায় আমাদের এই কার্যক্রম পুরো রজমান জুড়ে চলমান থাকবে।

যাযাদি/ এমএস