ছয় দিনে হেঁটেছেন ৩শ কিলোমিটার পথ-

পায়ে হেঁটে খাগড়াছড়ি থেকে সিলেট ভ্রমণ ৬ তরুণের

প্রকাশ | ০৫ মার্চ ২০২৫, ১১:৩৬

মো. রবিউল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

স্বপ্ন আর সংকল্প যদি দৃঢ় হয়, তবে পথ যত কঠিনই হোক, জয় করা সম্ভব। তারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ছয় তরুন। মাত্র ৬ দিনে মানিকছড়ি থেকে পায়ে হেঁটে সিলেট ভ্রমণ করেছেন তারা।

নিজেদের স্বপ্ন আর উদ্যমী সংকল্প বাস্তবায়নে গত ২৮ ফেব্রুয়ারী মানিকছড়ি সদর থেকে সিলেটের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওয়ানা দেন উচ্চ মাধ্যমিকে পড়ুয়া তরুন মো. মনির চৌধুরী, মো. আব্দুর রহমান, মুহাম্মদ রাব্বি, হাসান মাহমুদ, আবদুল্লাহ আল মারুফ ও মো. রবিউল ফারুক। তাদের লক্ষ্য ছিল কোনো যানবাহন ব্যবহার না করে শুধুমাত্র হেঁটে দীর্ঘ এই পথ পাড়ি দেয়া। 

প্রথম দিন ভোর সাড়ে ৫টায় উপজেলা সদর থেকে পদযাত্রা শুরু করে হেয়াকো হয়ে বারৈয়ারহাট গিয়ে শেষ করেন। এরপর চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক ধরে ফেনী, চৌদ্দগ্রাম অতিক্রম করে কুমিল্লা পৌছায়। এরপর পর্যায়ক্রমে শর্টকাট পথে দিনে ও রাতে হেঁটে কসবা, মাধবপুর ও পুটিজুড়ি অতিক্রম করে ৫ই মার্চ সিলেট শহরে প্রবেশ করেন তরুণরা। নিজেদের সীমিত সামর্থ্যের মধ্যেই পাড়ি দিয়েছেন ৩০৬ কিলোমিটারেরও বেশি পথ। এই যাত্রায় তাদের বিরতি ও রাত্রিযাপন করতে হয়েছে মসজিদ, মাদরাসা, সার্কিট হাউজ, ডাকবাংলো ও হোটেলে।

এদলের নেতৃত্ব দেয়া মো. মনির চৌধুরী জানান, নিজেদের স্বপ্ন, প্রবল ইচ্ছেশক্তি আর দৃঢ় সংকল্প থেকেই ছয় বন্ধু মিলে এই পদযাত্রার শুরু করেন। দীর্ঘ চ্যালেঞ্জিং এই পথ পাড়ি দিতে কিছুটা বেগ পেতে হয়েছিল তাদের। বিশেষ করে রোজা রেখে দীর্ঘ সময় হাঁটা কিছুটা কষ্টসাধ্য ছিল। তবে ভ্রমনের আনন্দ তা ভুলিয়ে দিয়েছে। এ যাত্রায় তারা সিলেটের বিভিন্ন ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখবেন। সিলেট ভ্রমণ শেষে তারা যানবাহনে করে গন্তব্যে ফিরবেন। ভ্রমনের পাশাপাশি তারা একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে চেয়েছেন দেশের মানুষের কাছে, 'মাদক ছাড়ো, দক্ষ হও, সমৃদ্ধির পথে আগাও'। তাদের মতে, দেশের তরুণ সমাজ যদি মাদককে 'না' বলে এবং নিজেদের দক্ষ হিসেবে গড়ে তোলে, তাহলে তারা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে।

যাযাদি/ এসএম