মধুখালীতে পল্লী প্রাণী চিকিৎসকদের সাথে প্রাণিসম্পদ কর্মকর্তা পরিচিতি সভা
প্রকাশ | ০৫ মার্চ ২০২৫, ১৩:১৯

ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: কে এম তানজির নাঈম এর সাথে সৌজন্য সাক্ষাৎ,শুভেচ্ছা বিনিময়,ও কমিটির পরিচিতি সভা করেছে পল্লী প্রাণী চিকিৎসক সংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। আজ সকাল ১০ টার সময় সংগঠনের সভাপতি আকরাম হোসেন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: কে এম তানজির নাঈম এর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করে।
পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ অফিসের কনফারেন্স রুমে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডা: কে এম তানজির নাঈম, পল্লী প্রাণী চিকিৎসক সংগঠনের সভাপতি মো: আকরাম হোসেন খান,কমিটির পরিচিতি তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ফকির, সে সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রউফ মোল্লা,সহ-সভাপতি মো: বিপ্লব হোসেন বিপুল, সহ-সভাপতি কাজী লিয়াকত হোসেন, সিনিয়ার যুগ্ম সম্পাদক মোহাম্মদ হামিদুর রহমান হানিফ, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম রাহাত, সহ প্রচার সম্পাদক পারভেজ মাহমুদ, অর্থ সম্পাদক আশরাফুজ্জামান ইকবাল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, মৃত্যুঞ্জয় বিশ্বাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ শাকিল মোল্লা, সদস্য মোহাম্মদ হাসান মন্ডল, নূর মোহাম্মদ, মিতুল সাহা, রবিউল ইসলাম, মুসা খান, রুপল মিয়া সহ অন্যান্যরা।
যাযাদি/ এসএম