চিতলমারীতে আলা আমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
প্রকাশ | ০৫ মার্চ ২০২৫, ১৪:৩৩

বাগেরহাটের চিতলমারীর বাসিন্দা আলোচিত আল আমিন হত্যার বিচার দাবিতে ৫ মার্চ সকাল ১০টায় চিতলমারী কেন্দ্রীয় শহিদ মিনার সামনের সড়কে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ ঘটনায় হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবী জানানো হয়েছে। নিহত আল আমিন চিতলমারী উপজেলার হিজলা গ্রামের মৃত আয়ুব আলী শেখের ছেলে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, গত ২০ ফেব্রুয়ারি সকালে খুলনার সোনাডাংগা ২২তলা ডেল্টা ভবনের সামনে আল আমিন হোসেন ওরফে ইমনকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই রাজিবুল ইসলাম বাদী হয়ে খুলনা সোনাডাংগা থানায় নিহতের স্ত্রী লামিয়া আক্তার ও তার প্রেমিক বিশ্বজিৎ সাহাসহ অজ্ঞতদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর বিশ্বজিৎকে আটক করেছে পুলিশ।
মামলার বাদী রাজিবুল ইসলাম আরো জানান, তার ভাই আল আমিন খুলনার সোনাডাংগা এলাকায় স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। আল আমিন বাংলালিংক মোবাইল কোম্পানিতে চাকরি করতেন।
গত ২০ ফেব্রুয়ারি সে ছেলেকে স্কুলে পৌছে দিয়ে ২২তলা ডেল্টা ভবনের কাছে পৌছালে তার পথ রোধ করে পরিকল্পিতভাবে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যা কান্ডের সাথে আল আমিনের স্ত্রী লামিয়া আক্তার ও তার পরকিয়া প্রেমিক বিশ্বজিৎ সাহা জড়িত রয়েছে বলে দাবি করেন তিনি।
এছাড়া বিশ্বজিতের ভাড়াটিয়া কিলার নাঈম ও মুর্শি এ দু’জনও হত্যা কান্ডে জড়িত রয়েছে বলে অভিযোগ করেন। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া উপজেলা যুব দলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান জানান, আল আমিন একজন ভদ্র লোক ছিলেন, তার স্ত্রীর পরকিয়ার কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এলাকাবাসী এ হত্যার তীব্র নিন্দা জানাই সেই সাথে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
যাযাদি/ এসএম