বিএনপি নেতার গাড়ীবহরে হামলা মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার
প্রকাশ | ০৫ মার্চ ২০২৫, ১৫:২৫

পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে শাহআলম বিশ্বাস নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, ২০২০ সালের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে যাবার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
এঘটনার ৪ বছর পর আলতাফ হোসেন চৌধূরীর গাড়ি চালক আলমগীর হোসেন বাদী হয়ে গেল বছরের ২৬ আগস্ট মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আ.লীগ ও তাদের অন্যান্য সহযোগী সংগঠনের ১০২ জন নেতাকর্মীকে এজাহার নামীয় আসামীসহ আরও অন্তত অর্ধশতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামী করা হয়।
মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনায় শাহ আলম বিশ্বাসকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
যাযাদি/ এমএস