শিবালয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
প্রকাশ | ০৫ মার্চ ২০২৫, ১৯:০৮

শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইন্তাজগঞ্জ বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা ও বাজার মনিটরিং এর নিমিত্তে বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় তিনজন দোকানদারকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
জানা গেছে, ওজনে কারচুপি, খাদ্যদ্রব্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও অস্বাস্থ্যকর পরিবেশে খবার সংরক্ষনসহ বিভিন্ন আপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩ জন দোকানদারকে এ জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
যাযাদি/ এম