রামগঞ্জে যুবদলের আনন্দ মিছিল
প্রকাশ | ০৫ মার্চ ২০২৫, ২০:৪১

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নতুন কমিটি ঘোষনা করায় নব গঠিত কমিটির পক্ষ থেকে শহরে আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।
বুধবার বিকেলে রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
উপজেলা যুবদলের আহবায়ক কবির হোসেন কাননের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুস সাত্তার মজুমদারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক টিপু সুলতান ভূইয়া জেলা যুবদলের সদস্য আবুল বাসার সতু উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুম ছাত্তার মজুমদার, যুগ্ন আহবায়ক আতিকুর রহমান রিপন , পৌর যুবদলের আহবায়ক জামাল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান ভূইয়া,জাফর জমদ্দার, জামিল চৌধুরী, বিল্লাল হোসেন খোকন, সিরাজুল ইসলাম, শাহজাহান জাহিদ, তসলিম, মনোহার হোসেন পারবেজ, রবিউল আলম তালুকদার, শেখ পিন্টু, ইসমাইল পাটোয়ারী, হারুনুর রশিদ, ওসমান পাটওয়ারী, শাহাদাত, ইকবাল তফদার, আবদুর রহিম, বিল্লাল হোসেন বাবু, আরিফ পাটওয়ারী, রাজু পাটওয়ারী, মওসিন, পৌর মাসুদ আলম পাটোয়ারী, আবদুর রহিম মিলন, আবদুর সোবহান, হাছান, আলম, মোরশেদ চৌকিয়া, আমজাদ হোসেন মিয়াজী,আরমান খান জয়, রাছেল আটিয়া, সিদ্দিক পাল, সোহাগ পাল, মওসিন পাটওয়ারী, সোহাগ পাটওয়ারী, রিয়াদ হোসেন, মহরম আলি পাটওয়ারী, ফারুক চৌধুরী, সঞ্জয় মজুমদার, মুরাদ হোসেন সবুজ, রুবেল হোসেন।
উল্লেখ্য, চলতি মাসের ১ তারিখে রামগঞ্জ উপজেলা ৩৫ ও পৌর যুবদলের ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনুমোদন দেয় জেলা যুবদলের আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব।
যাযাদি/ এম