দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান

প্রকাশ | ০৬ মার্চ ২০২৫, ১৬:৩৯

দৌলতপুর( মানিকগঞ্জ) প্রতনিধি
ছবি: যায়যায়দিন

মানিকগঞ্জের দৌলতপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে এ.আর.এম আল মামুন ও সিংগাইর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে  জে .ও. এম তৌফিক আজম যোগদান করেছেন ।

আজ ৪ মার্চ বিকালে মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে সিংগাইর থানার ওসি মো: জাহিদুল ইসলাম জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে মানিকগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয় ।

এছাড়া একই সাথে এক আদেশে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম কে সিংগাইর থানায় ও শিবালয় থানার ওসি এ.আর.এম আল মামুন কে দৌলতপুর থানায় রদবদল করা হয় । 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুথানে শেখ হাসিনার সরকারের পতনের পর দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে .ও. এম  তৌফিক আজম ও শিবালয় থানার ওসি এ.আর.এম আল মামুন যোগদান করেছিলেন ।

যাযাদি/ এম