কর্ণফুলীতে ইউএনও’র বাজার মনিটরিং
প্রকাশ | ০৬ মার্চ ২০২৫, ১৬:৪০

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাড়তি দাম আদায়,দোকানে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, ডিলিং লাইসেন্স ব্যতীত শিশুখাদ্য বিক্রি এবং ধূমপান ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন রাখার অভিযোগে ৪ মামলায় ১৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে উপজেলার ফাজিলখার হাট এলাকায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত। এসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয়ের দোকানসমূহে বিশেষভাবে নজরদারি এবং মজুদদারির বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়।
ইউএনও মাসুমা জান্নাত জানান, রমজানে জনগণকে জিম্মি করে অসাধু ব্যবসায়ীরা পর্নমূল্যের বাড়তি দাম আদায় করছে। তাই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
যাযাদি/ এম