ঝোপের ভিতর থেকে নবজাতক শিশু উদ্ধার

প্রকাশ | ০৭ মার্চ ২০২৫, ১১:০০

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়া খেলার মাঠের উল্টো পাশে (ঢাকা-সিলেট হাইওয়ের পাশে) ঝোপের ভিতর থেকে বৃহস্পতিবার (৬মার্চ) রাত সোয়া ৮টায় এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত শিশুটিকে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ পারভেজ আহমেদের নিকট রাখা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের তত্বাবধানে সদর হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে শিশুটি। 

উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ পারভেজ আহমেদ বলেন, বাবা-মা কিংবা স্বজনদের না পাওয়া গেলে শিশুটি লালন পালনে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দত্তক বা সমাজসেবা অধিদপ্তর লালন পালনের সিদ্ধান্ত নেয়া হবে।

যাযাদি/ এমএস