যুবদলের কমিটি নিয়ে বিক্ষোভ, বিএনপি নেতার কুশপুত্তলিকা দাহ
প্রকাশ | ০৭ মার্চ ২০২৫, ১২:৩৩

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যুবদলের আহবায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করা হয়েছে। এ সময় একপক্ষ বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের কুশপুত্তলিকা দাহ করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (৬মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিমের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা যুবদলের পূর্বের আহ্বায়ক কমিটির নেকাকর্মীরা নবগঠিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন।
ফজলুল আজিমের বাসার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলা সদর ওছখালীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা বিএনপির কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমকে কমিটি বাণিজ্যের মাস্টারমাইন্ড আখ্যা দিয়ে ব্যানার, ফেস্টুন প্রদর্শণ করেন এবং নানা রকম শ্লোগান দেন।
মিছিল শেষে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম আমীর ও যুবদল নেতা কামরুল ইসলাম। তারা অভিযোগ করেন, একটি আহবায়ক কমিটি বহাল থাকা অবস্থায় ওই কমিটি বিলুপ্ত না করে নতুুন করে আবারও আহবায়ক কমিটি ঘোষণা সংগঠনের গঠনতন্ত্র বিরোধী।এ ধরণের হটকারি ও গঠনতন্ত্র বিরোধী কোন পকেট কমিটি মেনে নেওয়া হবেনা বলে ঘোষণা দেন তারা। এ সময় হাতিয়ায় যুবদলের পকেট কমিটি ঘোষণার জন্য বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমকে দায়ী করা হয় এবং তাকে কমিটি বাণিজ্যের মাস্টারমাইন্ড আখ্যা দিয়ে হাতিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে মাহবুবুর রহমান শামীমের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এর কিছুক্ষণ পর হাতিয়া উপজেলা যুবদলের নব ঘোষিত আহবায়ক কমিটির আহবায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব ফাহিম উদ্দিনের নেতৃত্বে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মাহবুবুর রহমান শামীমের অনুসারীরা পাল্টা মিছিল বের করেন। ওছখালী জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি ফজলুল আজিমের বাসার সামনে থেকে ঘুরে আবার ওছখালী জিরো পয়েন্টে পৌঁছে শেষ হয়। এ সময় মাহবুবুর রহমান শামীমের অনুসারীরা দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এর আগে মঙ্গলবার(৪ মার্চ) রাতে কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্যাডে মো. ইসমাইল হোসেন ইলিয়াসকে উপজেলা যুবদলের আহ্বায়ক, ফাহিম উদ্দিনকে সদস্য সচিব ঘোষণা করা হয়। একইভাবে মোমিন উল্যাহ রাসেলকে হাতিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক ও কাউসার মোস্তফাকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।
এনিয়ে আগের আহবায়ক কমিটির নেতাকর্মী ও নব ঘোষিত আহবায়ক কমিটির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এ বিষয়ে কথা বলার জন্য বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের মুঠোফোনে কল দিয়ে এবং হোয়াটর্সঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, জেলা থেকে ঘোষিত আহবায়ক কমিটির মেয়াদ শেষ হয়েছে। তবে আমরা কমিটি বিলুপ্ত করিনি। কেন্দ্র থেকে নতুন কমিটি ঘোষণার আগে পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়েছে কিনা জানা নেই। তবে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করতেই পারে।এনিয়ে আমাদের কিছু বলার ইখতিয়ার নেই। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল কেন তাও জানা নেই। তবে, দলের শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কিছু করা কারোরই ঠিক হবে না।
যাযাদি/ এমএস