পীরগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার, সৎ ভাই আটক

প্রকাশ | ০৮ মার্চ ২০২৫, ১০:৫৭

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভুট্টাক্ষেত থেকে সিয়াম(৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামে একটি ভুট্টা খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে ঐ শিশুর সৎভাই লাইস(১৪)কে আটক করেছে পুলিশ। সিয়াম ইনুয়া গ্রামের মোহাম্মদ আলী ছেলে।

সিয়ামে মা সানু আক্তার জানায়, বৃস্পতিবার দুপুরে সিয়ামকে বাড়িতে রেখে পাশের মাঠে গরুর জন্য ঘাঁস আনতে যান তিনি। ফিরে এসে দেখেন সিয়াম বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ভুট্টা খেতে তার মরদেহ দেখতে পান।

পীরগঞ্জ থানার উপ পরিদর্শক আব্দুল হালিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সিয়ামের মা সানু বাদি হয়ে তার সৎ ছেলে লাইসের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ লাইসকে গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। লাইস হত্যার দায় স্বীকার করেছে বলে জানান ঐ পুলিশ কর্মকর্তা।

যাযাদি/ এসএম