পাথরঘাটায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

প্রকাশ | ০৮ মার্চ ২০২৫, ১৯:০৭

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

'নারীর সুরক্ষা নিশ্চিত করি, উন্নত দেশ গড়ে তুলি, নারীর সুরক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করি, নারীর উন্নয়ন মানেই জাতির উন্নয়ন'সহ নানা স্লোগান নিয়ে পাথরঘাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার ঘুটাবাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি, উপজেলা জেন্ডার নেটওয়ার্কিং দলের আয়োজনে দুই শতাধিক নারী নিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেন্ডার নেটওয়ার্কিং গ্রুপের সভাপতি রুবি বেগমের সভাপতিত্বে এবং মরিয়ম আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আইউব আলী, সুব্রত কুমার মিস্ত্রী, মলয় কান্তি শিকদার, বেল্লাল হোসেন, বিপ্লব মৃধা, ইমাম হোসেন, গীতা রানী, সুজয়া রানী, অভিজিৎ মজুমদার, শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

বৈষম্য-দারিদ্র্যের অবসান ও মানবাধিকার সুরক্ষাসহ উন্নয়নের গতি বৃদ্ধিতে নারীর জন্য বিনিয়োগের বিকল্প নেই বলে মনে করেন উপস্থিত বক্তারা। 

তারা আরও বলেন, দেশ উন্নয়ন করতে হলে আগে নারীর উন্নয়ন করতে হবে।‌ তাহলেই একটা জাতির উন্নয়ন হবে। নারী নিজের ঘর থেকে অধিকার নিশ্চিত করতে হবে পরে ঐক্যবদ্ধ হয়ে সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে অধিকার নিশ্চিত হবে।


যাযাদি/ এমএস