ভাঙ্গায় চিকিৎসকের সংবাদ সম্মেলন
প্রকাশ | ০৯ মার্চ ২০২৫, ১৭:০৮

ভাঙ্গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক চিকিৎসকের অপারেশনে রোগী মৃত্যুর খবর প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই চিকিৎসক।
রবিবার ( ৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে ভাঙ্গা থানা রোডের সিঙ্গার শো রুমের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলন করে বক্তব্য রাখেন চিকিৎসক শারমিন আক্তার সুইটি।
শারমিন আক্তার সুইটি তার বক্তব্যে বলেন, ভাঙ্গায় এক সার্জনের সিজার অপারেশনে এক নারীর মৃত্যুর খবর গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এতে সার্জন হিসেবে আমার নাম প্রচারিত হয়। এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি ওই রোগীর অপারেশন করি নাই। আমার নামে মিথ্যা খবর প্রচারে আমি সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। এটা আমার নামে অপপ্রচার।
উল্লেখ্য ডা. শারমিন আক্তার সুইটি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসাবে কর্মরত। তিনি ভাঙ্গার কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকেও রোগী দেখেন।
যাযাদি/ এম