কুতুবদিয়া কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ 

প্রকাশ | ০৯ মার্চ ২০২৫, ১৭:২১

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কক্সবাজারের কুতুবদিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল  করেছে। রবিবার সকাল ১০ টায় উপজেলার কুতুবদিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে বাড়তি টাকা আদায়ের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিলটি আজম সড়ক থেকে শুরু করে কুতুবদিয়া সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। পরে, কলেজের শিক্ষক- বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নিয়ে বৈঠক করে বিষয়টি আপাতত মিমাংস করা হয়েছে বলে জানান ওই কলেজের শিক্ষক শওকাতুল ইসলাম সিকদার। 

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষা বোর্ড ও পরীক্ষার কেন্দ্রের ফি বাবদ(বিজ্ঞান শাখা) ২ হাজার ৭শ ৮৫ টাকার পরিবর্তে ৩ হাজার টাকা এবং একই ভাবে (মানবিক ও ব্যবসায় শিক্ষা) ২ হাজার ২শ ২৫ টাকার পরিবর্তে ২ হাজার ৮শ টাকা। কিন্তু শিক্ষার্থীরা বাড়তি টাকা না দেয়ার জন্য এ বিক্ষোভ মিছিল করেছে। 

ওই কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোতাহেরা বেগম জানান, পরীক্ষার্থীদের ফরম পুরণ বাবদ কোন বাড়‌তি টাকা নেওয়া হচ্ছে না বলে জানান তিনি।

যাযাদি/ এম