মুক্তাগাছায় বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা

প্রকাশ | ১০ মার্চ ২০২৫, ১৬:৫২

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ময়মনসিংহের মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা সাউথ এপি এর আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার উপজেলার ঘোগা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাল্য বিবাহের অশুভ পরিণাম ও প্রতিরোধে বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

ঘোগা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  চারিপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, ইউপি সদস্য হাফিজ উদ্দিন, আনোয়ার হোসেন, মহিলা ইউপি সদস্য কানন বালা, ধর্মীয় নেতা স্বরাট কৃঞ্চ দাশ, দিলীপ কুমার দাশ, সুজন মিয়া, অনিক বিশ্বাস, লিপি আক্তার প্রমূখ। 

 আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্য বিবাহ একটি দেশের জন্য অভিশাপ।  বাংলাদেশের আইনে মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করা আছে ১৮ বছর এবং ছেলেদের বিয়ের বয়স ২১ বছর। এর কম বয়সী ছেলে মেয়েদের বিয়ে হলে সেটি হয় বাল্য বিয়ে, যা একটি দন্ডনীয় অপরাধ। কিন্তু আইনের বিধি নিষেধ থাকলেও বাল্য বিয়ের প্রবণতা লক্ষ্য করা যায় নিয়মিতই। বাল্য বিয়ে দেশের উন্নয়নে একটি বড় বাধা। যদিও বাল্য বিয়ে রোধে সরকারি ও বেসরকারিভাবে নেওয়া হচ্ছে নানা ধরনের পদক্ষেপ।

 তা স্বত্ত্বেও বাল্য বিবাহের কুফল ও এর প্রতিরোধে করণীয় বিষয়ে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। একশো বছর আগেও এ দেশে হিন্দু মুসলমান নির্বিশেষে ঘরে ঘরে বাল্য বিবাহ প্রচলিত ছিল । কিন্তু এখন শিক্ষিত ও উন্নত সমাজে কেউ বাল্য বিবাহের কথা ভাবতেও পারেন না। বাল্য বিবাহের প্রধান শিকার এখন মেয়েরা। এই কুপ্রথা প্রতিরোধ করতে হলে আইনের প্রয়োগ যেমন দরকার তেমনি প্রয়োজন সচেতনতা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার রতন কুমার ভৌমিক। 

যাাযদি/ এম