লোহাগাড়ায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা
প্রকাশ | ১০ মার্চ ২০২৫, ১৭:৪৯

চট্টগ্রামের লোহাগাড়ায় ইউএনওর ভ্রাম্যমাণ আদালতে অভিযানে বিভিন্ন দোকানদারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছানের নেতৃত্বে দরবেশ হাট, দরবেশ হাট রোড এবং থানার মোড় বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সাথে ছিলেন।
পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পন্য রাখার দায়ে শাহাদাত হোসেন -সাতকানিয়া স্টোর-৫০০০/- বটতলী বাজার, জসিম উদ্দিন -রিয়াদ স্টোর -১০০০০/- বটতলী বাজার, আরিফুল ইসলাম -আর এস স্টোর -১০০০০/- বটতলী বাজার, মোহাম্মদ ইসলাম-সাথি স্টোর-২০০০/- বটতলী বাজার,জাহাঙ্গীর আলম -হাবিব মেডিকো- ৩০০০০/-দরবেশ হাট বাজার, আবুল কালাম -আর বি পোল্ট্রি -১০০০০/--দরবেশ হাট, খানে আলম-নিউ চমক স্টোর-৩০০০/- থানার মোড়, আজকের সর্ব মোট জরিমানা করা হয়েছে ৭০,০০০/- টাকা।
এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করা ইত্যাদি বিষয় নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
যাযাদি/ এমএস